‘পাওয়ার হিটিং’ আধুনিক ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এই জায়গাটিতে বারবারই পিছিয়ে। উন্নতির লক্ষ্যে নামকরা পাওয়া হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে এসে প্রথমে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে করেছেন উড। তারপর টানা তিনদিন কাজ করেছেন পুরুষ দলের ক্রিকেটারদের সঙ্গে। জুলিয়ান উড বেশ ভালোই দীক্ষা দিচ্ছেন, বলেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
ব্যাটারদের শক্তির জায়গা ঠিক রেখেই কিভাবে আরও উন্নতি করা যায় সেদিকে নজর দিচ্ছেন এই ইংলিশ কোচ। জাকেরের ভাষায়, আগে যেটা সীমানায় ক্যাচ হতো এখন সেটা যেন ছক্কা হয় ক্রিকেটারদের সেভাবে শেখাচ্ছেন উড।
কদিন পর থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল।
আজ সোমবার (১৮ আগস্ট) মিরপুরে জাকের আলী সাংবাদিকদের বলেন, ‘আমাদের ব্যাটারদের মধ্যে যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে…এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’
‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’- যোগ করেন জাকের।
উডের সঙ্গে ২৮ দিনের চুক্তি বিসিবির। ৩ সেপ্টেম্বরেই ফিরে যাবেন তিনি। এতো কম সময়ের প্রচেষ্টায় বড় উন্নতির সম্ভবনা কম। তবে উড যেসব শেখাচ্ছেন তা ম্যাচে অবশ্যই কাজে লাগবে বলেছেন জাকের।
কতটা উন্নতি হলো এমন প্রশ্নে তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। কী উন্নতি হলো, কী না হলো, এগুলো বুঝতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে।’