এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন কমলেও কাটেনি শঙ্কা। কয়েকদিনের মধ্যেই আরেক দফায় আগুনের ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজ ১৮ জানুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ এই দাবানলের কারণে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ এখনও সরে যাওয়ার নোটিশের আওতায় আছেন। আগামী সপ্তাহে আরেক দফায় আগুনের ঝড় বয়ে যাওয়ার শঙ্কার কারণে দমকল বাহিনী তাদের কাজ অব্যাহত রাখছে।
ক্ষয়-ক্ষতির জরিপের কাজ চলছে। তাই বিধ্বস্ত এলাকায় ফিরে যেতে আগ্রহী উদ্বাস্তুদের কমপক্ষে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এছাড়াও বিপজ্জনক উপাদান অপসারণ করা হচ্ছে। কারও কারও বাড়ি ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। কারণ, দূষিত পানি এবং ভূমিধস এখনও বড় ঝুঁকি।