আগামী ৬ জুলাই মুখোমুখি ভারত-পাকিস্তান – DesheBideshe

আগামী ৬ জুলাই মুখোমুখি ভারত-পাকিস্তান – DesheBideshe

লন্ডন, ০৪ জুলাই – কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এরই মধ্যে ট্রফি নিয়ে ঘরে ফিরেছে রোহিত শর্মারা। এবার আরেকটি বিশ্বসেরার লড়াইয়ে মাঠে নামছে ম্যান ইন ব্লুরা। তবে এবার লড়াইয়ে সাবেক ক্রিকেটাররা।

গতকাল (বুধবার) থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রথমবার আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি। মোট ৬টি দল অংশ নিয়েছে। আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে।

ক্রিকেটপ্রেমীদের নজর আগামী ৬ জুলাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচে। কারণ ওইদিন এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। মেন ইন ব্লুর দলে রয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানের মতো তারকারা।

অন্যদিকে, পাকিস্তান দলের অধিনায়কত্ব করবেন ইউনিস খান। সেই দলে মিসবাহ উল হক, শাহিদ আফ্রিদির মতো তারকারা খেলবেন।

রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হচ্ছে ছয়টি দলের মধ্যে। সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। টুর্নামেন্টের প্রথম ১০টি ম্যাচ এবং ফাইনাল খেলা হবে বার্মিংহামের এজবাস্টনে। আরও সাতটি ম্যাচ এবং সেমিফাইনাল খেলা হবে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ জুলাই ২০২৪

Scroll to Top