ঢাকা, ০৮ মার্চ – ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। অন্যদিকে আগামী ১১ মার্চ থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ইতোমধ্যেই ঘরোয়া এই টুর্নামেন্টের সূচিও প্রকাশিত হয়েছে। আবার ১২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। এরই মাঝে বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই অনুষ্ঠিত হতে পারে বিসিবির এজিএম।
সর্বশেষ ২০২২ সালের জুনে বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়। এবার প্রায় ২০ মাস পর আরেক এজিএম অনুষ্ঠিত হচ্ছে।
বিসিবির সূত্র জানিয়েছে, আগামী ৩১ মার্চ এই বার্ষিক সভা হতে পারে। তবে শনিবার (৯ মার্চ) সকালে বোর্ড সভা শেষে চূড়ান্ত ঘোষণা আসবে।
জানা গেছে, এজিএম-ই এই বোর্ড সভার প্রধান আলোচ্য বিষয়। সব মিলিয়ে তিনটি বিষয়ে আলোচনা হতে পারে।
এজিএম ছাড়াও নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে পারেন বোর্ড পরিচালকরা। এসব কিছুর বাইরে আরও দুই বা তিনটি বিষয় নিয়ে সভায় আলোচনা হতে পারে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ মার্চ ২০২৪