আওয়ামী লীগের সমাবেশ: তিন স্তরের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগের সমাবেশ: তিন স্তরের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান | চ্যানেল আই অনলাইন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।সমাবেশকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হয়েছে।

Bkash

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ, টিএসসি, দোয়েলচত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব এলাকায় অবস্থান নিয়েছেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে এসব এলাকায় যাতায়াতকারী প্রতিটি গাড়ি ও মানুষজনকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়তে থাকে।

Reneta JuneReneta June

আরও দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের পাঁচটি গেটে নেতাকর্মীরা প্রবেশ করছেন। এসব গেটে র‌্যাব পুলিশের পাশাপাশি গোয়েন্দারা অবস্থা নিয়েছেন। এছাড়া প্রতিটি গেটে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করা হচ্ছে।

রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ড, থানা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হচ্ছেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের লেখা দিয়ে প্লেকার্ড, ব্যানার ও পোস্টার দেখা যায়।সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ গেইটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সমাবেশকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন: সমাবেশ ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সমাবেশস্থলে প্রবেশের ক্ষেত্র প্রথমে পুলিশি চেকপোস্ট, পরে এসবির চেকপোস্ট এরপর এসএসএফের চেকপোস্ট রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, আজকের সমাবেশকে কেন্দ্র করে আমরা তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি গেটে ৪০ জন পুলিশ সদস্যর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সদস্যরা মোতায়েন রয়েছেন। প্রথমে থানা পুলিশের নিরাপত্তা বলয় পার হওয়ার পর আরো দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রতিটি গেটে। এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে আমরা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছি।

Scroll to Top