আইসিসির ওয়ানডের বর্ষসেরা কোহলি – DesheBideshe

আইসিসির ওয়ানডের বর্ষসেরা কোহলি – DesheBideshe

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। একই সাথে এশিয়া কাপেও দুরন্ত ছিলেন এই তারকা ব্যাটার। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন কোহলি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে কোহলিকে ওয়ানডের বর্ষসেরা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বলা হয়েছে, সেরার দৌড়ে কোহলি পেছনে ফেলেছেন দুই স্বদেশি ক্রিকেটার ডানহাতি ওপেনার শুভমান গিল ও পেসার মোহাম্মদ শামি এবং নিউজিল্যান্ডের ডানহাতি টপঅর্ডার ব্যাটার ড্যারিল মিচেলকে।

ব্যাটার কোহলি বিশ্বকাপে একটি উইকেটও শিকার করেছিলেন। ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বাধিক ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি ২৭ ম্যাচ খেলেছেন। ৭২.৪৭ গড়ে ১৩৭৭ রান করেন।

সূত্র: বাংলাদেশ জর্নাল
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৪

Scroll to Top