আইপিএল-পিএসএলে কাজ করা প্রতিষ্ঠানগুলো বিপিএল আয়োজনে আগ্রহী

আইপিএল-পিএসএলে কাজ করা প্রতিষ্ঠানগুলো বিপিএল আয়োজনে আগ্রহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি মৌসুমের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানান তোড়জোড় দেখা যায়। তবে কোনো বারই বিতর্ক ছাড়া বিপিএল আয়োজন সম্ভব হয়নি! এবারও বিপিএলকে ঘিরে বোর্ডের নানান তোড়জোড় দেখা যাচ্ছে।

আগামী বিপিএলের দায়িত্ব দিতে একটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠানকে খুঁজছে বিসিবি। তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে পাঁচ প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছেন যার মধ্যে চারটি প্রতিষ্ঠানই বিদেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করার অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানগুলোর।

গতকাল রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহী প্রকাশ করা পাঁচ প্রতিষ্ঠান হলো- অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজে গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্ট গ্রুপ।

অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান। আইএমজি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। আইপিএল কাজ করার অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টসের টিভি প্রোডাকশনে বিসিবির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশের ট্রান্সপোর্ট গ্রুপ আছে আগ্রহীদের তালিকায়। এছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্ড ট্রি লিমিটেড সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান আইপিজে গ্রুপের সঙ্গে মিলে বিপিএলের দায়িত্ব নিতে চায়। যদি এই দায়িত্ব তারা পায় তবে এবার খুলনার স্বত্বাধিকার হিসেবে থাকবে না তারা।

পাঁচ আগ্রহী প্রতিষ্ঠানের মধ্য থেকে একটিকে দায়িত্ব দেওয়া হবে। প্রথমে বিস্তারিত প্রেজেন্টেশন ও অর্থনৈতিক প্রস্তাব চাওয়া হবে প্রতিষ্ঠানগুলো থেকে। ৩০ ও ৩১ জুলাই আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রেজেন্টেশন দেওয়ার কথা। এরপর যাচাই-বাছাই করে দায়িত্ব দেওয়া হবে একটি প্রতিষ্ঠানকে।

উল্লেখ্য, এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে। অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে প্লেয়ার্স ড্রাফট।

Scroll to Top