আইপিএলের শুরুতেও নেই বুমরাহ

আইপিএলের শুরুতেও নেই বুমরাহ

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১৬:০৫

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জাসপ্রিত বুমরাহ

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পাওয়া পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও তাকে স্কোয়াডে পায়নি ভারত। ডানহাতি এই পেসার এরপর থেকেই আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। কমপক্ষে আরও পাঁচ সপ্তাহ থাকতে হবে বিশ্রামে। সেই হিসেবে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের এবারের আসরের শুরুর দিকেও তাকে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে,  পুনর্বাসন শেষে এপ্রিলের শুরুর দিকে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দেবেন বুমরাহ, বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে। চলতি মার্চে মুম্বাইয়ের আছে তিনটি ম্যাচ। ধারণা করা হচ্ছে সেই তিন ম্যাচে বুমরাহকে ছাড়াই খেলতে হবে মুম্বাইকে। তবে ঠিক কতটি ম্যাচ মিস করবেন বুমরাহ তা এখনও নিশ্চিত হয়নি, জানা যায়নি তার মাঠে ফেরার সম্ভাব্য দিনও।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগামী ২৩ মার্চ আইপিএল শুরু হচ্ছে মুম্বাইয়ের। ২৯ মার্চ হার্দিক পান্ডিয়াদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। আর ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে ঘরের মাঠে প্রথম ম্যাচ। আর এপ্রিলের ৫ ও ৭ তারিখে মুম্বাইয়ের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সারাবাংলা/জেটি

আইপিএল
জাসপ্রিত বুমরাহ
মুম্বাই ইন্ডিয়ান্স

Scroll to Top