অস্ট্রেলিয়ায় বিদেশিদের বাড়ি কেনা ব্যয়বহুল হচ্ছে

অস্ট্রেলিয়ায় বিদেশিদের বাড়ি কেনা ব্যয়বহুল হচ্ছে

দেশজুড়ে মানুষের সাধ্যের মধ্যে বাড়ির দাম নামিয়ে আনতে অস্ট্রেলিয়া সরকার চলতি বছরের জুন মাসে ১৩০ কোটি ডলার বিনিয়োগ করার অঙ্গীকার করে। দেশটির অনেক নাগরিক বাড়ি কিনতে না পেরে অপেক্ষমাণ তালিকায় আছেন। তাঁরা যেন শিগগিরই বাড়ি কিনতে পারেন, সেই লক্ষ্যে এই ব্যবস্থা।

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে সাংবাদিকদের জিম চ্যালমার্স বলেছেন, এসব পরিবর্তনের কারণে সরকারের হাতে ৩০ কোটি মার্কিন ডলারের মতো রাজস্ব আসবে, যে অর্থ সরকার আবাসনের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ব্যয় করবে।

বিবৃতিতে চ্যালমার্স বলেছেন, সরকার মানুষের নাগালের মধ্যে আবাসন নিয়ে আসতে চায়। বিদেশি বিনিয়োগ যেন সরকারের এই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা। তিনি আরও বলেন, ২০২৪ সালে নতুন আইন প্রণয়ন করে এই উচ্চ মাশুল বাস্তবায়ন করা হবে।

Scroll to Top