অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ৫৫ তলা একটি আবাসিক ভবন বেয়ে উঠেছেন এক ব্যক্তি (২৯)। বলা হচ্ছে, এ জন্য তিনি কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেননি। পরে পুলিশ তাঁকে ভবনের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনে।
ওই ব্যক্তির খালি হাতে ১৬৩ মিটার উঁচু ভবনটি বেয়ে ওঠার দৃশ্য আরেকজন ভিডিওতে ধারণ করেছেন। এ জন্য ড্রোন ব্যবহার করা হয়।
পুলিশ দুজনকেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। ভবন বেয়ে ওঠা ওই ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডের নিউরি শহরের বাসিন্দা। পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, তিনি ৫০ মিনিটে ভবনটি বেয়ে ওপরে ওঠেন।