বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। আর এই আসরে অনেক পূর্বঅনুমানকে সত্যি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ‘ম্যানহাটন প্রজেক্টের’ প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহেইমারের ওপর নির্মিত সিনেমা ওপেনহেইমার জয় করেছে উল্লেখযোগ্য প্রায় সবকটি পুরষ্কারই।
চলুন একনজরে দেখে নেই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার
সেরা সিনেমা: ওপেনহেইমার
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহেইমার)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার
সেরা সম্পাদনা: ওপেনহেইমার
সেরা মৌলিক সুর: ওপেনহাইমার
সেরা অভিনেত্রী: এমা স্টোর (পুওর থিংস)
সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিংস
সেরা মেকাপ এন্ড হেয়ারস্টাইলিং: পুওর থিংস
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর- বার্বি (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: ২০ ডেজ ইন মারিওপোল
সেরা ডকুমেন্টরি শর্টফিল্ম: দ্য লাস্ট রিপেয়ার শপ
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
সেরা সাউন্ড: দ্য জোন অফ ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
সেরা লাইভ একশন শর্টফিল্ম: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার
সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান
The post অস্কারে ওপেনহেইমারের জয়জয়কারের এক রাত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.