অর্থনীতি – এসএসসি ২০২৪

অর্থনীতি – এসএসসি ২০২৪

২৪. উকিলের পরামর্শ উৎপাদনের কী রকম উপকরণ?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. সংগঠন

২৫. অর্থনীতিতে পুঁজি বা মূলধন কাকে বলে?

ক. নগদ টাকাপয়সা

খ. মানুষের উৎপাদিত উৎপাদনের উপকরণ

গ. উৎপাদিত দ্রব্য, যা অধিক আয়ে সক্ষম

ঘ. ব্যয়ের টাকাপয়সা

২৬. উৎপাদক উৎপাদনের জন্য যা ব্যবহার করেন তাকে কী বলা হয়?

ক. উপকরণ খ. মূলধন

গ. শ্রম ঘ. ভূমি

২৭. কে উৎপাদনের জন্য পরিকল্পনা করেন?

ক. প্রধান ব্যবস্থাপক খ. প্রধান প্রকৌশলী

গ. সংগঠক ঘ. শ্রমিকনেতা

২৮. কে উৎপাদনে নিযুক্ত বিভিন্ন উপকরণের পারিশ্রমিক প্রদান করেন?

ক. শ্রমিক সংঘ খ. সরকার

গ. সংগঠক ঘ. বেসরকারি প্রতিষ্ঠান

২৯. একটি আদর্শ সংগঠনের প্রথম ধাপ কী?

ক. ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ

খ. ব্যবসায় কার্যাবলি নির্ধারণ

গ. পরিকল্পনা বাস্তবায়ন

ঘ. কর্তব্য বণ্টন

৩০. কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে কী বলে?

ক. উদ্দেশ্য প্রণয়ন খ. ভার অর্পণ

গ. কর্তব্য বণ্টন ঘ. কার্যাবলির বিভাগ

৩১. দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের দায়িত্ব ভাগ করে দেন কে?

ক. সংগঠক খ. বিনিয়োগকারী

গ. শ্রমিকনেতা ঘ. শ্রমিক সংঘ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.খ ৩১.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Scroll to Top