নানামুখী সেবার মাধ্যমে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে ৫ হাজার কোটি টাকা অবদান রেখেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে উবার। প্রতিবেদনটি প্রস্তুত করেছে লন্ডনভিত্তিক নীতি গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ বিশ্বের ৭০০টিরও বেশি শহরে উবারের সার্ভিস চালু রয়েছে। বর্তমানে এই শহরগুলোতে উবার সাত ধরনের সেবা দিচ্ছে। সেবাগুলো হলো- উবার এক্স, পুল, এক্সএল, প্রিমিয়ার, হায়ার, মটো এবং উবার ইন্টারসিটি।