অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো হবে – DesheBideshe

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো হবে – DesheBideshe

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর – অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বুধবার মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে। তিনি বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মহারাষ্ট্রের এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করছে। অভিযানে শনাক্ত হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্প্রতি রাজ্যের কল্যাণ শহর ও এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে মুম্বাই পুলিশ। রাজ্যের অন্যান্য এলাকাতেও বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছে। এর মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অন্যান্য রাজ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানের খবর দেওয়া হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রাজধানীতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে দুই মাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪



Scroll to Top