স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ০০:০৪ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০০:২৪
অবিশ্বাস্য, অবিস্মরণীয়, অসাধারণ সব কিছুই বলা যায় রিতু মনিকে নিয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডে বিপক্ষে ২৩৬ রানের বড় টার্গেট পেরুতে নেমে ১৩৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ নারী দল। সেখান থেকে অকল্পনীয়ভাবে বাংলাদেশকে জিতিয়েছেন রিতু।
যে রিতু এর আগে বাংলাদেশের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও কখনো ৪০ এর ঘরে স্কোর গড়তে পারেননি সেই রিতু আজ খেললেন ৬১ বলে ৬৭ রানের অসাধারণ একটা ইনিংস। রিতুর ব্যাটে ৮ বল বাকি থাকতে ২ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
নারী বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের এটা টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান তুলে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছিল বাংলাদেশ। আজও অনেক রেকর্ড হলো। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ২১১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের সেটাই ছিল এতোদিন সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
সোমবার (১৪ এপ্রিল) লাহোরে প্রথমে ব্যাটিং করতে নেমে চমকে দিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এর আগে কখনো ২০০ রান করতে না পারা দলটা আজে ৮ উইকেটে তুলে ফেলে ২৩৫ রান। লরা ডেলানি সর্বোচ্চ ৬৩ রান করেন। বাংলাদেশেল পক্ষে রাবেয়া খান ৩ উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে শুরুতে বাংলাদেশের যাচ্ছে-তা অবস্থা। দলীয় ২ রানের মাথায় ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে (২৮) নিয়ে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৫১ রান করা জ্যোতি ২৬তম ওভারে ফিরলে বাংলাদেশের স্কোর তখন ৯৪/৫। তার আগেই অবশ্য মাঠে নেমেছিলেন রিতু মনি। ষষ্ঠ উইকেট জুটিতে ফাহিমা আক্তারকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন। ৩৮ বলে ২৮ রান করে ফাহিমা ফিরলে এই জুটি ভাঙে। ফাহিমা ফেরার পর সপ্তম উইকেটে জান্নাতুল ফেরদৌসকে (১৯) নিয়ে আরও ৪০ রান যোগ করেন রিতু।
এরপর জান্নাতুল ফেরদৌস ও রাবেয়া আক্তার পরপর ফিরলেও দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন রিতু মনি। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করার সময় অপরাজিত ছিলেন ৬১ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন। ৬টি চার ১টি ছক্কার সাহায্যে এই রান করেছেন রিতু। নাহিদা অপরাজিত ছিলেন ১৮ রানে।
সারাবাংলা/এসএইচএস