ঢাকা, ২০ আগস্ট – আগামী মাসে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। যদিও দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে এমন একটি বৈশ্বিক আসর আয়োজন কঠিন। সেটি অনুধাবন করেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই আসরটি সরিয়ে নিল সংযুক্ত আরব আমিরাতে। আজ মঙ্গলবার দুবাইয়ে আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত আসে।
আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বসার কথা ছিল ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।
এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বারবার বলছিলেন, তারা চেষ্টা করবেন যাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি বাংলাদেশেই থাকে। যদিও সামগ্রিক এ মুহূর্তে বাংলাদেশে আসরটি সম্ভব নয়। কেননা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কিছু দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রেখেছে।
সূত্র: বণিক বার্তা
আইএ/ ২০ আগস্ট ২০২৪