অবশেষে জানা গেল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম | চ্যানেল আই অনলাইন

অবশেষে জানা গেল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম | চ্যানেল আই অনলাইন

অবেশেষে প্রকাশিত হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম। গত মাসের নির্বাচনের পর পাকিস্তানের আইনপ্রণেতারা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’র সভাপতি শেহবাজ শরিফকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

রোববার ৩ মার্চ পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফ বর্তমানে পিএমএলএনের সভাপতি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি ২০১ ভোট পান।

প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফের প্রতিদ্বন্দ্বী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। রোববার জাতীয় পরিষদ প্রধানমন্ত্রী নির্বাচনে বৈঠক করে।

এতে বলা হয়, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঘোষণা করেন। এরপর সাদিক শাহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। ঘোষণার পর বড় ভাই নওয়াজকে জড়িয়ে ধরেন শাহবাজ।

Reneta April 2023

নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শিগগিরই সংসদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

৭২ বছর বয়সী শেহবাজ শরিফ গত বছরের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। পরে সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় পরিষদ বিলুপ্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। দলটি সরকার গঠনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট গঠন করেছে।

Scroll to Top