অপেক্ষার প্রহর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল – DesheBideshe

অপেক্ষার প্রহর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল – DesheBideshe

ঢাকা, ১১ সেপ্টেম্বর – অপেক্ষার প্রহর শেষ। অবশেষে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে নামেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।

একই ফ্লাইটে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে নেপালে যাওয়া সংবাদমাধ্যম কর্মীরা।

ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে খেলোয়াড়দের নিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে কাঠমাণ্ডুর বিমানবন্দর ছাড়ে।

নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর দেশটিতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগের দিন বিপাকে পড়ে বাংলাদেশ।

সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ায় এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন দেশটির জেন-জিরা। পুরো নেপাল উত্তাল হয়ে পড়ে। পরে এই আন্দোলন সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। এই সহিংসতায় ৩০ জন মারা যায়।এমন পরিস্থিতিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়।

নেপালের উত্তাল পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। গত সোমবার থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে হোটেলেই বন্দি হয়ে থাকতে হয় পুরো বাংলাদেশ দলকে। মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় তা আর হয়নি। গতকাল সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দিলে আজ বিশেষ ফ্লাইটটি খেলোয়াড়, কোচ, স্টাফ ও সাংবাদিকদের নিয়ে দেশে ফেরে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫



Scroll to Top