অন্যকে পেটাতে গিয়ে সাংবাদিককে পেটাল ইন্টারনেট ব্যবসায়ীরা

অন্যকে পেটাতে গিয়ে সাংবাদিককে পেটাল ইন্টারনেট ব্যবসায়ীরা

রাজধানীর হাজারীবাগ এলাকায় এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম মাঈনুল আহসান। তিনি বেসরকারি টেলিভিশন সময় টিভির সাংবাদিক।

জানা গেছে, স্থানীয় একটি ইন্টারনেট কোম্পানির গ্রাহক পরিচয়ে ইন্টারনেটের সমস্যার বিষয়ে ফোন দিয়ে অভিযোগ করেন একই ভবনের এক বাসিন্দা। এই ঘটনার জেরেই হামলার উদ্দেশ্যে বাসায় প্রবেশ করেন ইন্টারনেট ব্যবসায়ীর পাঠানো ওই ব্যক্তিরা। তবে তারা ভুল ফ্ল্যাটে গিয়ে সাংবাদিককে মারধর করেন।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাংবাদিক মাঈনুল ও তার প্রতিবেশীদের চেষ্টায় হামলাকারী তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন।

আটককৃতরা হলেন- মো. আফজাল, মো. রাজু, মো. রহিম হোসেন।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর হাজারীবাগ থানার মধুবাজার এলাকায় মারধরের শিকার মাঈনুলসহ কয়েকজন একটি বহুতল ভবনের ছয় তলায় বসবাস করেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি। এই সময় আটক তিন আসামিসহ ৫ থেকে ৬ জন ব্যক্তি তার বাসার দরজায় কড়া নাড়েন। মাঈনুল দরজা খুলতেই কোনো ধরনের কথা না বলেই মারধর শুরু করেন। মাঈনুলের চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। পরবর্তীতে সাংবাদিক মাঈনুলের রুমমেট ও প্রতিবেশীদের সহায়তায় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। আহত সাংবাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

হামলার বিষয়ে আহত সাংবাদিকের সহকর্মী নিবিড় সাহা বলেন, মাঈনুলের ওপর হামলার খবর পেয়ে আমরা রাতেই ওই বাসায় যাই। এই সময় পুলিশকেও খবর দেওয়া হয়। তারা এসে আটক ৩ জনকে হেফাজতে নেয়। হামলাকারীরা পুলিশকে জানিয়েছে, একজন গ্রাহক ইন্টারনেট না থাকায় ব্যবসায়ীকে ফোন করে গালাগালি করেন। এই ঘটনায় ওই গ্রাহককে শাসাতে লোকজন পাঠান ওই ব্যবসায়ী। তার পাঠানো লোকজন ভুল করে সাংবাদিকের বাসায় ঢুকে সাংবাদিককে অতর্কিত মারধর করে।

Scroll to Top