অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ। ভারতীয় একজন নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিষয়ে কথা বলেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

স্থানীয় সময় (১৮ নভেম্বর) সোমবারপ্রেস ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের ৫ আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কী কোন কথা হয়েছে?

জবাবে মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী কথা হয়েছে সেটি এখানে আমি বলব না। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি যে, আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক।

এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন, তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কি না দেখবেন।

GOVT

Chokroanimation

Scroll to Top