ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের কঠিন বাধা পেরিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের মূল পর্বে যাচ্ছে বাংলাদেশ। মূল টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছেন কারা?
টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ৮ দলের পরিবর্তে ১২ দল অংশগ্রহণ করবে। স্বাগতিক হিসেবে সবার আগে টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল থাইল্যান্ড।
অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের মূল পর্বে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে গ্রুপ রানার্সআপদের সেরা তিন দলের একটি হয়ে এই গৌরব অর্জন করেছেন তারা।
বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে।
২০২৬ সালের ১ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আগামী আসর। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে উত্তর কোরিয়া।