প্রার্থী যতই শক্তিশালী হোক অনিয়ম করলেই প্রার্থিতা বাতিল হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি না মানার কারণে দুয়েকদিনের মধ্যে হেভিওয়েট কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ইঙ্গিত দিয়েছে ইসি। কোন দল বা ব্যক্তি ভোট প্রতিহত করার চেষ্টা করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করা হবে বলেছে ইসি।