ঢাকা, ০৪ আগস্ট – শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য দেশে ১০ ক্রীড়াবিদ এবং ২ প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। রোববার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে নির্বাচিত ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
পূর্বের বিবৃতি অনুসারে আগামীকাল (সোমবার) বীর মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। তাই চলমান পরিস্থিতি বিবেচনা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
এক বিবৃতি ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ৫ আগস্ট, ২০২৪ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কার-২০২৪’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্যকারণবশত স্থগিত করা হলো।
এক নজরে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম:
১। আজীবন সম্মাননা: বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম
২। খেলোয়াড়/ক্রীড়াবিদ: মো. মাহফিজুর রহমান, ফিরোজা পারভীন, শাকিল আহমেদ
৩। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মো. জহির রায়হান, মো: তাওহীদ হৃদয়
৪। ক্রীড়া সংগঠক: বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুল হাবিব, মো: মাহি উদ্দিন আহমদ
৫। ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন
৬। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: হামিদ গ্রুপ
৭। ক্রীড়া সাংবাদিক: খন্দকার মঞ্জুরুল ইসলাম
৮। ক্রীড়া ধারাভাষ্যকার: কল্যাণ কুমার সাহা
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ আগস্ট ২০২৪