মাশরাফির নেতৃত্বে টানা পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্টের শুরুতেই প্লে-অফ খেলার স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল তাদের। মাশরাফির বিপিএল থেকে বিরতির নেওয়ার কারণে সিলেট সিক্সার্সের অধিনায়কত্বের ভার এসেছিল মোহাম্মদ মিঠুনের কাঁধে। ধুঁকতে থাকা সিলেটকে পথ দেখিয়েছে তার নেতৃত্বই। পরের ম্যাচগুলোতে ৫ জয়ে প্লে-অফের কাছেও চলে গিয়েছিল সিলেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় দিয়েই বিপিএল শেষ করেছে তারা। শেষ ম্যাচের পর মিঠুন জানালেন, অধিনায়কত্ব কোনও ম্যাজিক সাইন্স নয়। মাশরাফি না থেকেও সবসময় তার পাশেই ছিলেন।
সিলেটকে নেতৃত্ব দেওয়া ৭ ম্যাচের মাঝে ৫টিতেই জিতিয়েছেন মিঠুন। প্লে-অফে যেতে না পারলেও শেষটা খারাপ হয়নি তাদের। শেষ ম্যাচের পর মিঠুন জানালেন তার সাফল্যের রহস্য, ‘অধিনায়কত্ব আমার জন্য কঠিন মনে হয়নি। আগেও আমি অধিনায়কত্ব করেছি, এটা আমার জন্য নতুন কিছু নয়। প্রত্যেক খেলোয়াড়কে একসাথে রাখার চেষ্টা করেছি। অধিনায়কত্ব কোন ম্যাজিক সাইন্স নয়। প্রক্রিয়া ঠিক থাকলে ও সঠিক সময়ে সঠিক কাজ করলে কাজটা সহজ হয়ে যায়।’
জাতীয় সংসদের দায়িত্ব পালনের জন্য বিপিএলের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন মাশরাফি। দলের সাথে না থাকলেও মিঠুনকে সবসময় পরামর্শ দিয়েছেন মাশরাফি, ‘আসলে মাশরাফি ভাইকে অনেক ছোটবেলা থেকেই চিনি। উনি খুবই ভালো মোটিভেটর। ড্রেসিংরুমে উনি থাকলে আলাদা একটা মজা থাকে। উনার সবার সাথেই মিশতে পারেন, ক্লোজ হয়ে যায়। উনার এটা আলাদা একটা গুণ। দলে যখন ছিলেন না তখনও আমাদের সাথে দেখা করেছেন, হোটেলে এসেছে। উনি সবসময় আমাদের মধ্যেই ছিলেন। আমরা সবাই জানি দলের সাথে মাশরাফি ভাই কীভাবে জড়িত, সবখানেই উনার ফিডব্যাক থাকতো।’
The post অধিনায়কত্ব ‘ম্যাজিক সাইন্স’ না: মিঠুন appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.