অতিসত্বর জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান | চ্যানেল আই অনলাইন

অতিসত্বর জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই ঘোষণাপত্র জারি এবং ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক বিষয় নয়, এর সঙ্গে আমাদের পুরো জনগোষ্ঠির বর্তমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভরশীল উল্লেখ করে অতিসত্বর জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে জুলাই ঘোষনাপত্র নিয়ে সরকারি উদ্যোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক বিষয় নয়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন এই দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠির প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করেছে।

DOROD_300X300-optimize

Scroll to Top