সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশে | চ্যানেল আই অনলাইন

সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি সংস্কার কাজের কারণে আজ শুক্রবার ২৯ নভেম্বর সন্ধ্যা থেকে দেশের কয়েকটি স্থানে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস ফ্রাঞ্চাইজ এলাকাভুক্ত মানিকগঞ্জ, নবীনগর, ধামরাই, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এছাড়া, টঙ্গী এলাকাসহ জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

GOVT

Chokroanimation

Scroll to Top