মিথ্যা অভিযোগে হাসপাতালে আক্রমণ হয়েছে: ন্যাশনাল মেডিকেল পরিচালক

মিথ্যা অভিযোগে হাসপাতালে আক্রমণ হয়েছে: ন্যাশনাল মেডিকেল পরিচালক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইফফাত আরা বলেছেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হাসপাতালে আক্রমণ করে ধ্বংষযজ্ঞ চালানো হয়েছে। শিক্ষার্থী অভিজিতের মৃত্যুতে চিকিৎসা গাফিলতির কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। যারা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা.শামসুর রহমান বলেন, অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রমণ ন্যাক্কারজনক, মানের কারণে বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

GOVT

Chokroanimation

Scroll to Top