বাংলাদেশ সবার, এমন চিন্তা করলে আমাদের মাঝে ফাটল ধরবে না: ফারুকী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ সবার, এমন চিন্তা করলে আমাদের মাঝে ফাটল ধরবে না: ফারুকী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ কেবলমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্টির না উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এই দেশ সবার, সব গোষ্ঠীর, এমনটি চিন্তা করলে কারো মধ্যে ফাটল ধরবে না।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য ও মেলবন্ধনের বড় একটি ধাপ। এটি শুধু বাঙালিরই নয়, বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠী চাকমা, মারমা, গারোসহ সবার উৎসব।

উপদেষ্টা ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য-সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই।

নববর্ষকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ্য উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০-৩০ বছর পর থাকব না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।

Scroll to Top