বড় পরিবর্তন আসছে ইউরোপ ভ্রমণে | চ্যানেল আই অনলাইন

বড় পরিবর্তন আসছে ইউরোপ ভ্রমণে | চ্যানেল আই অনলাইন

বড় পরিবর্তন আসছে ইউরোপ ভ্রমণে | চ্যানেল আই অনলাইন

ইউরোপ ভ্রমণে আসছে বড় পরিবর্তন। ১০ নভেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন এলাকার ২৯টি দেশের ভ্রমণপিপাসুদের জন্য নতুন পাসপোর্টে স্ট্যাম্প ইস্যু হবে না। এর বদলে অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় দুটি পদ্ধতি চালু হতে যাচ্ছে। 

সিএনএন জানিয়েছে, নতুন স্বয়ংক্রিয় আগমন এবং বহির্গমন সিস্টেমের (ইইএস) ফলে এখন থেকে ইইউ নাগরিকদের পাসপোর্ট আগমন এবং বহির্গমনে আর স্ট্যাম্পের প্রয়োজন হবে না। প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস রিকগনিশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইইউভুক্ত দেশগুলো। যা চালু হবে নভেম্বর থেকে।

মূলত অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় দুটি পদ্ধতি চালু হচ্ছে। প্রথমটি হলো ইলেকট্রনিক এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম (ইইএস), যা ইইউ নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং নন-ইইউ নাগরিকদের জন্য ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম (ইটিআইএএস) নামে অভিহিত হবে।

এতে ইংল্যান্ডসহ বিশ্বের ৬০টি দেশ ভিসা ওয়েভারের সুযোগ পাবে। মাত্র ৭ ইউরো বা ৬ পাউন্ড খরচ করে কয়েক মিনিটে অনলাইনে ইটিআইএএস আবেদন সম্পূর্ণ করে ইউরোপ ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।

Scroll to Top