বইয়ের নাম পাল্টাতে নারাজ কারিনা! – DesheBideshe

বইয়ের নাম পাল্টাতে নারাজ কারিনা! – DesheBideshe

বইয়ের নাম পাল্টাতে নারাজ কারিনা! – DesheBideshe

মুম্বাই, ৩১ আগস্ট – বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের লেখা বই ‘দ্য প্রেগন্যান্সি বাইবেল’। ২০২১ সালে প্রকাশিত এ বইটিতে প্রথমবার মা হওয়ার কাহিনি তুলে ধরেছিলেন এ অভিনেত্রী। তবে বইটির নামের বিরুদ্ধে গত মে মাসে একটি আইনি নোটিশ পান অভিনেত্রী।

মধ্যপ্রদেশের এক আদালতে কারিনার বিরুদ্ধে মামলা করেন ক্রিস্টোফার অ্যান্থনি নামের এক আইনজীবী।কারিনার বইয়ের নাম পাল্টানো ও বইটির বিক্রি নিষেধাজ্ঞা জারি করার দাবি জানান তিনি।

আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির অভিযোগ, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে বাইবেল নামটি খুবই পবিত্র। বাইবেলের নামটি নিজের অন্তঃসত্ত্বার গল্পের সঙ্গে জুড়ে দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অসম্মানিত করেছেন কারিনা।

 

তবে অ্যান্থনির অভিযোগটি প্রথমে নিম্ন আদালত খারিজ করে দেন। কারণ, কারিনার বইটি কীভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, সেটা ব্যাখ্যা করতে ব্যর্থ হন ওই আইনজীবী।

এমনকি এডিশনাল সেশন কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হলো না। সেখানেও অভিযোগটি খারিজ হয়ে যায়। এরপর ২০২১ সালে একটি খ্রিষ্টান সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের একটি থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেন।

 

এদিকে আইনি নোটিশের জবাবে কারিনার আইনজীবী দিব্যা কৃষ্ণা ও নিখিল ভাট বলেছেন, ‘বইয়ের নাম তিনি পাল্টাতে চান না। বইয়ের নামে বাইবেল শব্দটির ব্যবহার কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে নয়, এমনটাই জানানো হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে।’

প্রসঙ্গত, আগামী ১০ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

আইএ/ ৩১ আগস্ট ২০২৪

Scroll to Top