এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ না করায় মুখ্যসচিবের কাছে ই-মেইলে ৭ দফা দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মুখ্যসচিবের কাছে ই-মেইলে পাঠিয়ে, প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে চিকিৎসকরা।
চিকিৎসকদের ৭ দফা দাবির মধ্যে আছে, থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি করতে হবে। প্রতিটি মেডিক্যাল কলেজে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও আবাসিক চিকিৎসকদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি তৈরি করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সাত দিনের মধ্যে মেডিক্যাল কাউন্সিল ও হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে কমিটি করতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজে নজরদারি কমিটি করতে হবে। বদলি নীতি স্বচ্ছ্ব করতে হবে।
থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত কমিটি আরজি করে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত ১২জন চিকিৎসককে ডাকে। অভিযুক্ত ডাক্তারা আসলেই উত্তেজিত হয়ে পড়েন জুনিয়র ডাক্তাররা। এসময় মারামারি হয়েছে বলে অভিযোগ তোলা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেন। রোগী, পরিষেবা ও চিকিৎসকদের সুরক্ষা নিয়ে রাজ্য সরকার কিছু করছে না বলে তারা অভিযোগ করেছে। এরকম চলতে থাকলে তারা আন্দোলনকে আরও তীব্র করবেন।
সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।