নেতিবাচক আচরণ: কাবায় গ্রেপ্তার ৪ হাজার মুসল্লি | চ্যানেল আই অনলাইন

নেতিবাচক আচরণ: কাবায় গ্রেপ্তার ৪ হাজার মুসল্লি | চ্যানেল আই অনলাইন

নেতিবাচক আচরণ: কাবায় গ্রেপ্তার ৪ হাজার মুসল্লি | চ্যানেল আই অনলাইন

রমজান মাসে পবিত্র কাবায় নেতিবাচক আচরণ করায় এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ।

Channeliadds-BkashUpdate.jpg

গালফ নিউজ জানিয়েছে, মুসল্লিরা যেন শান্তিপূর্ণভাবে এবং পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে কাবায় ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

এছাড়াও ওমরাহ সংক্রান্ত ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান চিহ্নিত করে বন্ধ করে দেয়া হয়েছে।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে কাবায় মুসল্লিদের ভিড় অনেকটা বেড়ে যায়। বিশেষ করে, রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ভিড় থাকে সবচেয়ে বেশি। এই কারণেই রমজান শুরুর আগেই মুসল্লিদের ভিড় কমানোর জন্য কিছু নির্দেশনা দিয়েছিল সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এছাড়াও রমজান মাসে মুসল্লিদের কাবা ভ্রমণকে আরও সহজ করতে সৌদি সরকার একজন ব্যক্তিকে একাধিকবার ওমরাহ পালন না করারও নির্দেশনা দেয়।

Scroll to Top