দ্রুততম সময়ে রায় কার্যকর চান আবরার ফাহাদের মা | চ্যানেল আই অনলাইন

দ্রুততম সময়ে রায় কার্যকর চান আবরার ফাহাদের মা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেছেন,  এ রায় যেন দ্রুততম সময়ে কার্যকর হয়।

রোকেয়া খাতুন বলেন, এ রায়ের প্রতি আমরা সবাই সন্তষ্ট। সঙ্গে সঙ্গে হয়ত সারা দেশবাসীও সন্তুষ্ট। মহান রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে বর্তমান উপদেষ্টামন্ডলী, হাইকোর্টের আইনজীবী, ছাত্রজনতা, সাধারণ মানুষ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ ৬ বছর পরেও আমার সন্তানকে কেউ ভুলে যায়নি।

রোকেয়া খাতুন বলেন, ২০২২ সালে যে রায় হয় সেটার কার্যকরী আছে। কারণ প্রথম যখন এ রায় হয়েছিল তখন সবাই এ রায়ে  সন্তুষ্ট ছিল। সে রায়টা এখনো বহাল আছে। সেই রায়ের প্রতি শুধু আমরা না, পুরো দেশবাসী হয়ত সন্তুষ্ট।

ফাহাদের মা বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর আবরারের মৃত্যুসংবাদ শুনে যেভাবে আসছিল ঠিক সেভাবে সবাই আজ আমার কাছে সবাই আসছে। এর মধ্য দিয়ে বুঝতে পারি তারা কেউ আমার আবরারকে ভুলে নাই। সবাই আমার মতো আবরারকে মনে রেখেছে।

তিনি বলেন, আমি চাই সারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এখান যেভাবে কোথাও কোন র‌্যাগিং নাই, এটা যেন সারা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে। যাতে অদূর ভবিষ্যতে আমার মতো কোন মা সন্তান হারাতে না হয়।

তিনি বলেন, এ রায়টা যে দ্রুত সময়ে কার্যকর হয়। যাতে পরবর্তীতে কখনো কেউ আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আবরারে মতো কারও উপরে আর কোন অত্যাচার করতে না পারে। শিক্ষার্থীরা যে তাদের বাবা-মায়ের ইচ্ছ ‍পূরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হতে পারে। এ জন্য আমরা চাই এই রায় কার্যকর করার মধ্য দিয়ে কখনো কেউ যেন এমন কাজ করতে আর সাহস না পায়।

Scroll to Top