দখলদারি-চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাম জোটের

দখলদারি-চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাম জোটের

দখলদারি-চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাম জোটের

বিভিন্ন স্থানে দখলদারি, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনা বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন বাম জোটের নেতারা। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত ঘটনার জেরে সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং আশুলিয়া শিল্পাঞ্চলে কারখানা ভাঙচুরসহ নৈরাজ্যকর ঘটনাকে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

Scroll to Top