জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানি জিম্মি উদ্ধার

জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানি জিম্মি উদ্ধার

জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানি জিম্মি উদ্ধার

আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের হাইজ্যাক করা একটি ইরানি জাহাজ থেকে ২৩ জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে  ভারতীয় নৌসেনারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (২৯ মার্চ) শুক্রবার হাইজ্যাক হয়ে যাওয়া জাহাজটির ১২ ঘণ্টার অপারেশনে ভারতীয় নৌসেনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে সোমালিয়ার জলদস্যুরা। সেখানে থাকা ২৩ জন পাকিস্তানিকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইরানিয়ান ভেসেল জাহাজ ‘আল-কাম্বার’-কে হাইজ্যাক করে নেওয়ার খবর আসে ভারতীয় নৌসেনাদের কাছে। ওই ভেসেলে ৯ জন সশস্ত্র জলদস্যু উঠে পড়েছে বলেও খবর আসে। পরে আরব সাগরে মোতায়েন থাকা ভারতীয় নৌসেনার ২টি জাহাজকে অপারেশনে নামানো হয়।

ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, আপাতত ওই ভেসেলের সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, যাতে এটি সুরক্ষিত জায়গায় ফিরে গিয়ে নতুন করে নিজের কাজ শুরু করতে পারে। ওই ভেসেলটি সাধারণত মাছ ধরার কাজের জন্য ব্যবহৃত হতো।

Scroll to Top