গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় ৫ ত্রাণকর্মী নিহত | চ্যানেল আই অনলাইন

গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় ৫ ত্রাণকর্মী নিহত | চ্যানেল আই অনলাইন

গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় ৫ ত্রাণকর্মী নিহত | চ্যানেল আই অনলাইন

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন।

Channeliadds-BkashUpdate.jpg

মার্কিন সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান, পোলিশ, ব্রিটিশ ও ফিলিস্তিনি ত্রাণকর্মী রয়েছেন। গাজায় নির্বিচারে হত্যা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, ইসরায়েলে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। আল-জাজিরাসহ কয়েকটি বিদেশি চ্যানেল দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এগুলো পরিচালনায় নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধামন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত কমপক্ষে ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Scroll to Top