কিম জংয়ের আদেশ পেলেই শত্রুদের 'সম্পূর্ণ ধ্বংস' করবে নর্থ কোরিয়া

কিম জংয়ের আদেশ পেলেই শত্রুদের 'সম্পূর্ণ ধ্বংস' করবে নর্থ কোরিয়া

কিম জংয়ের আদেশ পেলেই শত্রুদের 'সম্পূর্ণ ধ্বংস' করবে নর্থ কোরিয়া

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এর আদেশ পেলে শত্রুদের “সম্পূর্ণ ধ্বংস” করার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৭১ তম কোরীয় যুদ্ধবিরতি বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কিম জং উন এর উপস্থিতিতে সেনাবাহিনীর কর্নেল রি উন রিয়ং এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিয়ং সংসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়াকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়া ‘পরমাণু যুদ্ধের উসকানি’ দিচ্ছে অভিযোগ তুলে সামরিক কর্মকর্তারা যুদ্ধের দক্ষতা জোরদার করার পাশাপাশি, কিম জং উনের আদেশে যেকোন সময় এবং বিলম্ব না করে শত্রুর ওপর অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করার ঘোষণা দেন।

উল্লেখ্য, নর্থ কোরিয়া তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে ১৯৫৩ সালের ২৭ জুলাই যুক্তরাষ্ট্র ও চীনের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। তা আর কখনও শান্তি চুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হয়নি। পিয়ংইয়ং দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে থাকে।

Scroll to Top