নিহত রইশুদ্দীন শ্যামপুরের কৃষক কামরুজ্জামানের ছেলে। রইশুদ্দীনের স্ত্রী নাসরিন খাতুন (২৫) বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে শেষবার কথা হয় তাঁর স্বামীর সঙ্গে। পরের দিন সকাল থেকে একাধিকবার ফোন দিয়ে পাননি। মঙ্গলবার সকালে গণমাধ্যমে খবর দেখে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন।
নাসরিন খাতুন আরও বলেন, তাঁদের দুই বছর ও চার মাস বয়সী দুই মেয়ে রয়েছে। এখন মেয়েদের ভবিষ্যতে কী হবে? তিনি সরকারি সহায়তার দাবি জানান।
সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহনাজ পারভিন বলেন, রইশুদ্দীন ও তাঁর স্ত্রী নাসরিন খাতুন গরিব পরিবারের সন্তান। পাশের গ্রাম ভবানীপুর বুড়াপাড়ায় বাবার বাড়িতে থাকেন নাসরিন। রইশুদ্দীন ছুটিতে বাড়ি এলে তখন শ্বশুরবাড়ি যান।