পাকিস্তানের পার্লামেন্টে ইঁদুরের উপদ্রব কমাতে বিড়াল মোতায়েন | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের পার্লামেন্টে ইঁদুরের উপদ্রব কমাতে বিড়াল মোতায়েন | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের পার্লামেন্টে ইঁদুরের উপদ্রব কমাতে বিড়াল মোতায়েন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বেড়েছে ইঁদুরের উপদ্রব। এ অবস্থায় ইঁদুর নিয়ন্ত্রণে সেখানে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।

এই প্রকল্পের সঙ্গে নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ১৯ আগস্ট এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে। ইঁদুর শিকার এবং ভক্ষণে দক্ষ বিড়াল মোতায়েনের পাশাপাশি পার্লামেন্টের বিভিন্ন স্থানে ইঁদুর ধরতে বিশেষ ফাঁদও পেতে রাখা হবে।

ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান বলেছেন, এখানে ইঁদুরগুলো এতই বিশাল যে বিড়ালরাও তাদের ভয় পেতে পারে। এক কর্মকর্তা বলেছেন, যখন এখানে সাধারণত কোনও মানুষ থাকে না, তখন ইঁদুররা সেখানে ম্যারাথনের মতো দৌড়ে বেড়ায়।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবন অনেক দিন ধরেই ইঁদুরের উপদ্রপ দেখা দিয়েছে। দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ইঁদুর নিয়ন্ত্রণের ব্যতিক্রমী এই প্রকল্প হাতে নিল সিডিএ।

Scroll to Top